বুধবার, জানুয়ারী ২২

ভেঙে পড়েছে ‘ডারউইন’স আর্চ’

0

ডেস্ক রিপোর্ট:  প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত পাথরের ‘ডারউইন’স আর্চ’ ভেঙে পড়েছে। সমুদ্রের জলরাশির মধ্যে তোরণসদৃশ প্রাকৃতিক এই প্রস্তুরখণ্ডের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা সেখানে ভিড় জমাতেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান এসব কথা জানিয়েছে।ইকুয়েডরের পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, প্রাকৃতিক কারণেই আর্চের একাংশ ধসে পড়েছে।মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টের ছবিতে দেখা গেছে, ১৪১ ফুট উঁচু তোরণটির উপরের অংশ ভেঙে পড়েছে। নিচে পাথরের স্তূপ পড়ে রয়েছে। তবে দুই পাশের স্তম্ভ দুটি দাঁড়িয়ে রয়েছে।বিখ্যাত এই বিশ্ব ঐতিহ্যের অংশ প্রাকৃতিক স্থাপনাটি ধসে পড়ায় স্থানীয়দের মন খারাপ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুঃখপ্রকাশ করেছেন অনেকে।ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের নামে এর নামকরণ করা হয়। ২৩৪টি দ্বীপ নিয়ে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ গঠিত। এর মাত্র চারটিতে মোট ৩০ হাজারের মতো মানুষের বসবাস রয়েছে।

Share.