বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ভেনিসে ভৈরব ক্রিকেট একাদশের সভা

0

ডেস্ক রিপোর্ট: ইতালিতে ভেনিস বাংলা স্কুলের আয়োজনে শুরু হতে যাচ্ছে বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০।প্রতিবছরের মতো এ বছরও এই টুর্নামেন্টে ভেনিস পাদোভা মনফলকনেসহ অন্যান্য শহর থেকে বেশকিছু দল অংশগ্রহণ করে।গত তিনবার এনটিএস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়। এ বছর এই নামে কোনো দল গঠন না করে ভৈরব ক্রিকেট একাদশ নামে দল গঠন করে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানালেন টিম ম্যানেজার সুলেমান হোসাইন।স্থানীয় বিসমিল্লাহ রেস্টুরেন্টে ভৈরব ক্রিকেট একাদশের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সবার মতামতের ভিত্তিতে দলের নাম ভৈরব ক্রিকেট একাদশ সিদ্ধান্ত গৃহীত হয় এবং খেলোয়াড়দের নিয়ে বাছাই করে একটি শক্তিশালী দল গঠন করা হবে বলে উপস্থিত সব খেলোয়াড় আশ্বাস ব্যক্ত করেন এবং ভৈরব প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয় সভায়।এ সময় উপস্থিত ছিলেন ভৈরব সমিতির সভাপতি সুলেমান হোসাইন, সেলিম জাভেদ, সাদাত হোসেন, সোহাগ মিয়া, রতন মিয়া, আপন স্বাধীন, পিন্টু হোসেন ও রাশেদ মিয়া।খেলোয়াড়দের মধ্য উপস্থিত ছিলেন রিয়াদ, রাহিম, শাহ আলম, রিজন, জিসান, হিমেল, আরিফ, নিজাম, সাবুর, সোয়াত, লিখন, সেতু, শ্যামল, ফরহাদ, মুরাদ, আসার, আরমান প্রমুখ।

Share.