ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না : ওবায়দুল কাদের

0

ঢাকা অফিস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০১৪ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস করেছে বিএনপি। তারা সারা দেশে জ্বালাও-পোড়াও করেছে। বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তারা গণতন্ত্র নয়, ক্ষমতার রাজনীতি করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের বার্ষিকীতে আজ ঢাকাসহ সারা ‌দে‌শে ‘গণত‌ন্ত্রের বিজয়’ দিবস পালন করছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপির যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করিলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নিবে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে যারা গণতন্ত্র হত্যা দিবস পালন করে ওরা কারা? তারা হলেন, ১০টি হোন্ডা ২০টি গোন্ডা আর নির্বাচন ঠাণ্ডা- এই গণতন্ত্রে বিশ্বাসী দল। ওরা গণতন্ত্র বুঝে না, তাদের গণতন্ত্র হলো হাওয়া ভবন সৃষ্টি। তাদের গণতন্ত্র হলো স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করা। তাদের গণতন্ত্র হলো দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করা।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশে বিএনপি বিরাজনীতিকীকরণ করতে চেয়েছিল। তারা এ দেশে ধর্মভিক্তিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়। প্রতিক্রিয়াশীল শক্তি হিসেবে যারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে দাবি করে বাহাউদ্দিন নাছিম আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং এর ধারাবাহিকতা চলছে। আর বিএনপি এদেশের গণতন্ত্র ধ্বংস করতে চায়। তাদের হাতে গণতন্ত্র কোনোদিনই নিরাপদ ছিল না এবং ভবিষ্যতে নিরাপদ নয়। তারা গণতন্ত্র ধ্বংসের কারিগর। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য দেন।

Share.