ভৈরবে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

0

ঢাকা অফিস: কিশোরগঞ্জের ভৈরবে রাস্তার পাশে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক আবুল হোসেন (৫৫)। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত আবুল হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খালিশারটেক গ্রামের কিতাব আলীর ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোরের দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু সরণির বিসমিল্লাহ হোটেলের সামনে বাসটি রাখা ছিল। হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভায়।ভৈরব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রাকিবুল হাসান জানান, আগুনে চালক আবুল হোসেনের সমস্ত দেহ পুড়ে গেছে। ভেতর থেকে বাসের দরজা লক করে ঘুমিয়ে ছিলেন তিণি। আগুন নেভানোর পর দরজার লক কেটে চালক আবুলের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মশার কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বাসের তত্ত্বাবধায়ক স্বপন মিয়ার বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, রাতে চালক আবুল হোসেনকে মশার কয়েল জ্বালিয়ে বিছানা পেতে ঘুমাতে দিয়ে যান স্বপন। প্রায় রাতেই এভাবেই ঘুমাতেন চালক আবুল হোসেন।ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. মুতিউজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় আনা হয়। পরে নিহতের আত্মীয়রা থানায় এসে বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার আবেদন করলে আজ দুপুরে তাদের কাছে হস্তান্তর করা হয়।’

Share.