ঢাকা অফিস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী বলেছেন, ভারত নিয়ে ওবায়দুল কাদের সত্যি কথা বলেছেন। তার বক্তব্যে পরিষ্কার, ৭ জানুয়ারির নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করেছে। ভোটার শূন্য নির্বাচন করে এত এত বড় কথা মানায় না। আজকে ওবায়দুল কাদেরের বক্তব্য- চুরির বক্তব্য। শনিবার (১৬ মার্চ) শ্রমিকদল নেতা হুমায়ূন কবির খানের মুক্তির দাবিতে নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রমজানে মানুষ ঠিকমতো খেতে পারছে না। ধর্মীয় অনুষ্ঠানে আক্রমণ করে রক্তান্ত করছে ছাত্রলীগ। পাশের দেশকে খুশি করতে এ হামলা করছে তারা। প্রভুদের খুশি করতে ইফতার পার্টি বন্ধ করছে সরকার। ভয়-আতঙ্ক থেকে বিএনপির সভা-সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। নিত্য পণ্যের দামের কারণে মানুষের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিএনপির এই নেতা বলেন, বাজার সিন্ডিকেটের সদস্যরা সরকারের লোক বলে কোনো ব্যবস্থা নিতে পারে না। ভিন্নমতের কাউকে এ দেশে আর রাখতে চায় না সরকার। এক রঙের এক দেশ বানাতে চায় সরকার।

A child stands outside a cave where a Yemeni family has sought refuge due to poverty and lack of housing, west of the suburbs of Yemen's third-city of Taez on December 2, 2020. (Photo by AHMAD AL-BASHA / AFP)
ভোটার শূন্য নির্বাচন করে এত এত বড় কথা মানায় না: রিজভী
0
Share.