বুধবার, জানুয়ারী ২২

ভোটের ২০ ঘণ্টা পর জাপা প্রার্থীর ফলাফল প্রত্যাখ্যান

0

ঢাকা অফিস:  লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার ২০ ঘণ্টা পর জাতীয় পার্টির প্রার্থী ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। ইভিএম পদ্ধতিকে যন্ত্র দানব উল্লেখ করে ইভিএমে জনগণের ভোটাধিকার হরণ করাসহ নির্বাচনে নানা অনিয়মের কথা তুলে ধরে পুননির্বাচনের দাবি জানান লাঙ্গল প্রতীকের পরাজিত প্রার্থী শেখ ফায়েজ উল্লাহ শিপন।মঙ্গলবার (২২ জুন) বিকেল ৪টায় এ প্রার্থী তার রায়পুরের নিজ বাস ভবনে গণমাধ্যম-কর্মীদের ডেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করেন। এসময় গণমাধ্যম-কর্মীদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে জানিয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবের নির্দেশে প্রেস ব্রিফিং করেন বলে জানান শিপন।এর আগে সোমবার (২১ জুন) ভোট গণনা শেষে ১৩৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী শেখ ফায়েজ উল্লাহ শিপন লাঙ্গল প্রতীক নিয়ে ১ হাজার ৮৮৬ ভোট পেয়ে জামানত হারান।

Share.