বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ভ্লাদিমির পুতিন ও শি জিন পিং‘ক্ষতি’করতে একসঙ্গে হয়েছেন: ডোনাল্ড ট্রাম্প

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন চীন সফর করছেন। বৃহস্পতিবার (১৬ মে) তিনি চীন সফরে যান। আজ দ্বিতীয় দিনের মতো তিনি দেশটির ‘লিটল মস্কো’ হিসেবে পরিচিত শহরে যান। এর আগে বৃহস্পতিবার তিনি চীনের হারবিন শহরে পৌঁছান। ইউক্রেন যুদ্ধসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করবেন দুই প্রেসিডেন্ট। তবে পুতিনের সফরকে ভালোভাবে দেখছেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ক্ষতি করার জন্য একত্রিত হচ্ছেন।সূত্র: বিবিসি। ’ বৃহস্পতিবার (১৬ মে) নিউইয়র্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি-কে আমি ভালোভাবে চিনি। তারা একসঙ্গে কাজ কারার পরিকল্পনা করছে। তারা যখন একসঙ্গে হয় ক্ষতি কারার জন্য হয়। ’ ২০১৭ সালে মার-এ-লাগো রিসর্টে চীনা নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এ সময় শির সঙ্গে ‘অসামান্য’ সম্পর্ক রয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কিন্তু পরে ট্রাম্পের সঙ্গে শির সম্পর্ক খারাপ হয়। ট্রাম্প শিকে ‘শত্রু’ বলেও অভিহিত করেন।

Share.