ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংস বিক্ষোভকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা। শুক্রবার আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়া বন্দরনগর ডারবানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সাধারণ জনগণের ওপর হামলা ও দেশজুড়ে অব্যাহত বিক্ষোভের ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেছেন তিনি। চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২১২-তে দাঁড়িয়েছে। আটক আড়াই হাজারের বেশি বিক্ষোভকারী।দক্ষিণ আফ্রিকায় অব্যাহত জ্বালাও-পোড়াও আন্দোলনকে পূর্ব-পরিকল্পিত বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট সিরিল রামফোসা। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট জ্যাকম জুমাকে আদালত জেলে পাঠানোর নির্দেশ দিলে দেশজুড়ে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। জুমার সমর্থকদের অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে বলেছেন তিনি।শুক্রবার বন্দরনগর ডারবানের এথিকউইনি পৌর এলাকায় এক অনুষ্ঠানে রামফোসা বলেন, তিনি কোনোভাবেই এ ধরনের ‘বিশৃঙ্খলা ও নৈরাজ্য’ সহ্য করবেন না। দাঙ্গা সৃষ্টি করে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র অপহরণের চেষ্টাকারীদের চিহ্নিত করে কঠোর সাজার হুঁশিয়ারি দেন তিনি। সিরিল রামফোসা আরো বলেন, এটি একদম পরিস্কার যে, এই সহিংসতা পূর্ব-পরিকল্পিত। এ ঘটনা আমাদের গণতন্ত্রের জন্য হুমকি। এর সঙ্গে জড়িত দাঙ্গাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।পুলিশ জানিয়েছে, শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি শপিং মল ও প্রবাসী মালিকানাধীন দোকানপাটগুলোতে লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দক্ষিণ আফ্রিকা সরকার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। সুপার মার্কেটেগুলোতে পণ্য সরবরাহে সহায়তার পাশাপাশি দেশজুড়ে খাদ্য সংকট এড়াতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।দক্ষিণ আফ্রিকার গাউতেং ও কাওয়াজুলু প্রদেশ এখনো ঝুঁকিপূর্ণ। জ্যাকব জুমার মুক্তির দাবিতে দেশটির পূর্ব কেপ, উত্তর কেপ এবং পশ্চিম কেপ প্রদেশে আন্দোলনকারীরা জড়ো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে কাওয়াজুলু-নাতালের প্রধান বিমানবন্দর কিং শাকা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা করা হয়েছে।
ভয়াবহ দাঙ্গা ‘গণতন্ত্রের ওপর আঘাত’: দ.আফ্রিকার প্রেসিডেন্ট
0
Share.