রবিবার, জানুয়ারী ১২

ভয়াবহ সাইবার হামলা প্রতিহতের দাবি ইরানের

0

ডেস্ক রিপোর্ট: ইরানের সাইবার অবকাঠামোর বিরুদ্ধে ভয়াবহ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি। রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী তেহরানে সাংবাদিকদের কাছে ওই হামলা প্রতিহতের দাবি করেন তিনি। ইরানের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী হামিদ ফাত্তাহি দাবি করেন, হ্যাকাররা ইরানের সাইবার কার্যক্রমের ইতিহাসে রবিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘লাখ লাখ উৎস থেকে ইরানের লাখ লাখ সাইবার কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ হামলা সফল হলে ইরানের ইন্টারনেট নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারতো। তবে সাফল্যের সঙ্গে ওইসব হামলা প্রতিহত করা হয়েছে।’ সম্প্রতি ইরানের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমি জানিয়েছেন, ২০১৮ সালের মার্চ থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত তার দেশ তিন কোটি ৩০ লাখ সাইবার হামলা প্রতিহত করেছে। বর্তমান যুগে প্রতিদ্বন্দ্বী দেশকে প্রতিহত করার জন্য সাইবার হামলা একটি বড় ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যা এরইমধ্যে সাইবার যুদ্ধ নামে পরিচিতি পেয়েছে। এই যুদ্ধের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের টেলিযোগাযোগ, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবস্থাকে অচল করে দেওয়া হয়। তথ্য: পার্স টুডে

 

Share.