শনিবার, জানুয়ারী ২৫

মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন চলতি বছরের হজ যাত্রীরা

0

ঢাকা অফিস: চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ভোর ৪টা ৫ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছে হজ যাত্রা। প্রথম দিন ৭টি ফ্লাইটে পবিত্র মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ২ হাজার ৭০০ জন। মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন হজ পালনের পবিত্র যাত্রায় প্রশান্তি ধর্মপ্রাণ মুসল্লিদের মনে। তবে এখন পর্যন্ত ভিসা পাননি ৩০ হাজার মানুষ। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলছেন, দুই একদিনেই সমস্যার সমাধান হবে। যাত্রীদের ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে। যেখানে শেষ মুহূর্তের অপেক্ষায় হাজারো হজযাত্রীর। বৃহস্পতিবার ভোর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে হজ্ব যাত্রীদের ভিড়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে নানান শ্রেণি পেশার ধর্মপ্রাণ মানুষদের এই পবিত্র যাত্রা। এবছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনে যাবেন সৌদি আরব৷ যাত্রীদের সুবিধার্থে ঢাকা ছাড়াও চট্টগ্রাম এবং সিলেট থেকেও পরিচালিত হচ্ছে হজ ফ্লাইট।

Share.