শনিবার, নভেম্বর ২৩

মক্কার নারীদের নিয়ে গান গেয়ে বিপাকে সৌদি শিল্পী

0

ডেস্ক রিপোর্ট: নিজেকে আসায়েল স্ল্যা পরিচয় দিয়ে ‘গার্ল অব মক্কা’ শিরোনামে একটি গান গেয়েছেন এক নারী। গানটিতে তিনি বলেছেন,‌ ‘আমরা নারীদের সম্মান করি তবে মক্কার নারীরা হাওয়াই মিঠাই।’ এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্ল্যা’র বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে ইউটিউবে মক্কার নারীদের নিয়ে র‍্যাপ গানটি প্রকাশিত হয়। এতে সৌদি নারীদের প্রশংসা করে বলা হয়, তারা অনেক বেশি সুন্দর। তবে গানের একপর্যায়ে মক্কার নারীদের হাওয়াই মিঠাই আখ্যা দেওয়া হয়। এই গানটি প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শুরু হয় বিতর্ক। বৃহস্পতিবার মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল একটি টুইট বার্তায় লেখেন, এই গানের মাধ্যমে মক্কার প্রথাকে অপমান করা হয়েছে। গায়ক আসায়েল স্ল্যাসহ দায়ী সকলকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, এরইমধ্যে আসায়েল স্ল্যা’র ইউটিউব একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছে।

Share.