মক্কেলের টাকার ভাগ নিয়ে দুই আইনজীবীর মারামারি

0

ঢাকা অফিস: রংপুরের আদালত চত্বরে দুই আইনজীবীর ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় দুই পক্ষের প্রায় ৫ জন আহত হয়েছেন।রোববার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে একই দিন বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনাটি ঘটে। মামলার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায়, রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেয়া টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আইনজীবী সমিতির সদস্য আলাউদ্দিন ও অপর আইনজীবী মেজবাহ আহমেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে। পরে এক পর্যায়ে হাতাহাতির হয়। উভয়েই বিক্ষুব্ধ হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হয় আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় আঘাত পেয়ে আহত হন। তার মাথা থেকে রক্ত ঝড় থাকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ প্রায় ৫ জন আহত হয়েছেন।এদিকে এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। পরে রোববার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।রংপুর মহানগর পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. রজিবুজ্জামান বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আদালতপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Share.