শুক্রবার, ডিসেম্বর ২৭

মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় ডাচ বাংলা ব্যাংকের সিকিউরিটি গার্ডের মৃত্যু

0

ঢাকা অফিস: রমনার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কা রেজাউল করিম ‌(৫৫)নামে ডাচ বাংলা ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। শুক্রবার(১৫ ডিসেম্বর)সকাল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে শনিবার(১৬ ডিসেম্বর)বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে)তার মৃত্যু হয়। তাকে নিয়ে আসা ভাই মোঃ এনামুল জানান, আমার ভাই ডাচ বাংলা বুথের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। ভোরের দিকে মগবাজার ওয়্যারলেসদের এলাকায় রাস্তা পারাপার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।পরে আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধ অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া থানার মৃত আব্দুল হালিমের সন্তান,বর্তমানে মগবাজার নয়াটোলা এলাকায় ২৮৭/১০/ডি নম্বরে থাকতেন।নিহত দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন,তিন ভাই এক বোন সে ছিল সবার মধ্যে বড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে।বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Share.