মগবাজার রেলগেট এলাকায় ট্রেনে ধাক্কায় এক যুবকের মৃত্যু

0

ঢাকা অফিস: রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রেজওয়ান খান সাইমন(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(০৮ জানুয়ারি)রাত সাড়ে নয়টার দিকেএই দুর্ঘটনাটি ঘটে।পরেগুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই বাতেন খান জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে আমার ভাইয়ের লাশ সনাক্ত করি।আমরা জানতে পারি মগবাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন পরে রাস্তায় পড়ে থাকলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমাদের বাসা রমনার নয়াটোলা এলাকার ৪১৭ নম্বর বাসা আব্দুল মান্নান খানের সন্তান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা যায়।

Share.