মঙ্গল শোভাযাত্রা
লেখক: দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ
এসেছে বৈশাখ হবেনা প্রকাশ,
ভোরের প্রভাত আলোয়,
হালখাতা নেই মুদির দোকানে,
লক ডাউনের সময়,
চৈত্র সংক্রান্তি দ্বিধায় দ্বন্দে,
নির্জনে হয় বিদায়,
মহাজন শতেক ভাবনা বিভোর,
পাওনা হবেতো আদায়,
উচ্চ পদস্থ সরকারি কিংবা,
বেসরকারি হেতা নিরুপায়,
হোম কোয়ারেন্টাইন,
নিজ গৃহেতে,
রয়েছেন বন্দী দশায়,
বেতন হবেতো এই মাসেতে,
পুর্ণ বেসিক টাকায়,
বদ্ধ ঘরে একাকিনী বসে
, বাকীর হিসাব মিলায়,
পান্তা ভাতে সরষে ইলিশ,
আয়োজক ব্যর্থ মেলায়,
বৈশাখী সাজ নতুন পোশাক,
হয়নিকো বেচা কেনায়,
চিকিৎসা শাস্ত্রে যুক্ত হয়েছে,
বারেবার হাত ধোঁয়ায়,
পড় দুরুদ, হাদিস,
কোরান,
সর্বত্রই গিয়েছে বৃথায়,
থাকনা সবাই গৃহবন্দী আজ,
পরিবর্তন আসুক ধরায়,
নির্মুল হবেতো রোগব্যাধি সব,
নববর্ষ আলোক বারতায়,
চৌদ্দশত সাতাশ বঙ্গাব্দ হবে,
থাকবে স্মৃতির পাতায়,
কোভিড নাইন্টিন উপসর্গ,
ত্রাসে, ছোবল দিয়েছে করোনায়,
আগমনী গান গাহিছে কেবল,
প্রার্থনা সুখ কামনায়,
হবো সাথী আগামী দিনের,
মঙ্গল শোভা যাত্রায়….