বুধবার, জানুয়ারী ১

মতিঝিলের ফুটপাত থেকে একজনের লাশ উদ্ধার

0

ঢাকা অফিস: মতিঝিলের ফুটপাত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুরুল ইসলাম (৬৫)। রবিবার(১৫ মে) ভোররাতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নুরুল ইসলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মৌচাক শাখায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি পুলিশ। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বলেন, মতিঝিল বিমান অফিসের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি ফুটপাতে ঘুমাতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

 

Share.