মতিঝিল ও শাহবাগে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

0

ঢাকা অফিস: রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে বৃষ্টির মধ্যে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটে তরঙ্গ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ১টা ৪৪ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে অগ্নিনির্বাপণ করে। এর আগে মতিঝিলে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের বক চত্বরের কাছে গাজীপুর পরিবহনের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা ফায়ার এক্সটিংগুইসার দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

Share.