বুধবার, জানুয়ারী ২২

মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীদের অভিজ্ঞতার স্বীকৃতি চাইলো বাংলাদেশ

0

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আবুধাবি ডায়ালগের পঞ্চম মন্ত্রী পর্যায়ের আলোচনায় মধ্যপ্রাচ্যে কর্মরত কয়েক লাখ প্রবাসী কর্মীর অভিজ্ঞতার স্বীকৃতি সনদ বা রিকগনিশন অব প্রায়র লার্নিং প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এই আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাইতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা রাশেদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের লাখ লাখ কর্মী কাজ করছেন। এদের মধ্যে অনেকে অদক্ষ বা স্বল্পদক্ষ কর্মী হিসেবে কাজে নিয়োজিত হলেও দীর্ঘদিনের কাজের মাধ্যমে তারা বিভিন্ন সেক্টরে দক্ষতা ও নৈপুণ্য অর্জন করেছেন।’ তিনি বলেন, ‘গন্তব্য দেশসগুলো তাদের এই কর্মদক্ষতার স্বীকৃতি দিলে পরবর্তী সময়ে তারা পুনরায় নিজ দেশে বা বিদেশে কাজের সুযোগ পাবেন।’ এছাড়া, বিভিন্ন সেক্টরে বিদেশ গমনেচ্ছু কর্মীদের যে প্রশিক্ষণ দেওয়া হয়, তার পারস্পরিক স্বীকৃতি বা মিউচুয়াল রিকগনিশন প্রদানের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তাবকে জোরদার করার আহ্বান জানান মন্ত্রী।
বৈঠক থেকে আরও জানা যায়, মন্ত্রী পর্যায়ের এই আলোচনায় আবুধাবি ডায়ালগের সদস্য দেশগুলোর মন্ত্রীরা সর্বসম্মতিক্রমে দুবাই ঘোষণা বা দুবাই ডিক্লারেশন গ্রহণ করেন। এই ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর পাঁচটি বিষয়ের ওপর কাজ করা হবে। এগুলো হচ্ছে— অভিবাসন প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির ব্যবহার,বিদেশগামী কর্মীদের তথ্য ও প্রশিক্ষণ প্রদানের সামগ্রিক কর্মসূচি, সনদায়ন ও দক্ষতার স্বীকৃতি, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মানবকেন্দ্রিক প্রক্রিয়ায় সহযোগিতা এবং অভিবাসন বিষয়ে আন্তঃ অঞ্চল সহযোগিতা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশনে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান , মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।

Share.