মধ্যরাতে লাইভে এসে যা বললেন ফারিয়া

0

বিনোদন ডেস্ক: ‘প্রতি জন্মদিনেই আমি লাইভে আসি। জন্মদিন শেষ। এখন সাড়ে ১২টা বাজে, তাই লাইভে। মোটামুটি বেশ মানুষজন দেখছি। লাইভে আসা হয় বেসিক্যালি মানুষকে থ্যাঙ্কস জানানোর জন্য। এতো শুভেচ্ছা পাই, শুভেচ্ছা গুলো আলাদা আলাদাভাবে উত্তর দেওয়া বা ধন্যবাদ জানানো হয় না। ’ সোমবার ছিল অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন। ১৯৯০ সালের ১৪ মার্চ তার জন্ম হয়েছিল ঢাকায়। এদিন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হন অভিনেত্রী। দিন শেষে রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে সারাদিন পাওয়া শুভেচ্ছার জবাব দেন তিনি। ফারিয়ে বলেন, ‘আমি খুবই সাধারণ মানুষ। সাধারণ বলতে আপনার পাশের বাসার মেয়েটির মতো ঠিক ওইরকমই ছিলাম। হয়তো তারা অফিসে যায়, আমি শুটিংয়ে যাই। ওইটাই আমার পেশা, ওইটাই আমার কাজ। আমার কাজের জন্য আমাকে মেকআপ করতে হয়। অফিসে যেমন আমাকে ফাইল দেয়, সেরকম আমাকে স্ক্রিপ্ট দেয়। স্ক্রিপ্টে যে লেখাগুলো থাকে আমাকে আত্মস্থ করার চেষ্টা করি। যখন অ্যাকশন বলে তখন সে লেখাগুলো বলার চেষ্টা করি।’ অভিনেত্রী আরও বলেন, ‘আপনাদের কাছে অফিসের কাজটা যেমন পেশা, আমার অভিনয়টাও তেমন পেশা। কিন্তু আমার এই পেশার জন্য অনেক মানুষের কাছে ভালোবাসা পাই, তখন ভাবি আমি এতোটা আশা করিনি। যখন আমার সমালোচনা হয় তখনও আমি ঠিক বুঝতে পারি না। মাঝে মাঝে আমার এখনো স্বপ্নের মতো মনে হয় যে এতো মানুষজন চেনে, রাস্তাঘাটে বলে আপনাকে ভালো লাগে। আপনাদের অনেক ধন্যবাদ। আমার মতো মানুষকে আপনারা এতো ভালোবাসেন।’ টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন শবনম ফারিয়া। প্যারাসুট, প্রাণ জুস, রাধুনী গুড়া মশলা এবং মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী কোম্পানি রবির বিজ্ঞাপনে তাকে দেখা গেছে। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিয়া। ক্যারিয়ারে ৩০টির বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৯ সালে কাজ করেছেন ‘দেবী’ নামে একটি চলচ্চিত্রেও। তার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ‘বাচসাস’ পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী বিভাগে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেয়েছেন ফারিয়া।

 

Share.