বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে । ইলিশের পজনন নির্বিঘ্নে করতে বছর ধরে এ নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।এসময় মাছ ধরা, বিক্রি, বিপণন,মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকে। নিষেধাজ্ঞা ১২অক্টোবর থেকে ০২ নভেম্বর ২২ দিনের এই নিষেধাজ্ঞা শেষে আবার নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নৌকা তৈরি, নৌকা মেরামত, জাল মেরামত সহ বিভিন্ন আনুষাঙ্গিক কাজ শেষ করেছেন ইতিমধ্যে। এখন শুধু সমুদ্রে যাওয়ার প্রহর গুনছে। তাদের জালে আবার ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়বে। আলিপুর বন্দরের জেলে সোহেল বলেন, দিনে দিনে জেলে পেশার লোক কমছে। এ পেশায় নতুন করে কেউ আর যোগ হয়না। ঋণের বেড়াজালে আর কাঙ্খিত মাছ না পাওয়ায় এমনটা হচ্ছে। আমরা কাল যাব মাছ ধরতে সমুদ্রে। বিগত দিনে তেমন মাছ ধরা পড়েনি। এখনো ঋণ দেওয়া শেষ হয়নি। এবারে পাররো কিনা তাও বলতে পারছিনা। রাসেল ফিসের স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, আমরা এবারে তেমন একটা লাভের মুখ দেখিনি। ইলিশের দেখা না পাওয়া, বৈরী আবহাওয়া, অসময় মাছ শিকারে নিষেধাজ্ঞা সব মিলিয়ে এ পেশায় লচ হচ্ছে । ২২দিন অবরোধ শেষে এখন জেলেরা সমুদ্রে মাছ শিকারে যাবে। এখন আশায় আছি আবার জেলেরা ফিরবে তাদের সোনালি দিনে। মায়ের দোয়া ট্রলারের মালিক সরওয়ার মৃধা বলেন, এবার মৌসুমে সাগরে জেলেদের জালে তেমন মাছ পাওয়া যায়নি। মালিকদের আসল পুঁজিও ওঠেনি। এর মধ্যে আবার পরাপর দুটি নিষেধাজ্ঞা এবং প্রাকৃতিক দুর্যোগ তো আছেই।তবে আমরা আশাবাদী নিষেধাজ্ঞা শেষে সাগরে ভালো মাছ মিলবে। জেলেদের সাগরে পাঠানোর শেষ মুহূর্তের প্রস্তুুতি সম্পন্ন করেছে এখন শুধু অপেক্ষা। কুয়াকাটা ও আলিপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, আমাদের জেলেরা সরকারের সব নিয়ম কানুন মেনেই সাগরে মাছ শিকার করছে। কিন্তু বাংলাদেশে যখন সমুদ্রে নিষেধাজ্ঞা চলে তখন ভারতের জেলেরা আমাদের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। আমরা চাই এটা যাতে দ্রুত বন্ধ হয়। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আমাদের জেলেরা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের সমুদ্রে নিষেধাজ্ঞা বিচ্ছিন্ন কিছু ঘটনা ব্যতীত সঠিকভাবে পালন হয়েছে। বর্তমানে জেলেরা সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আজ মধ্যেরাত থেকেই সাগরে যেতে পারবেন জেলেরা। আশা করছি জেলেদের জালে ঝাঁকে ঝঁকে ইলিশ ধরা পড়বে।

 

Share.