মনমোহন সিংয়ের জন্য প্রার্থনা করছে পুরো ভারত

0

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছে পুরো ভারত। দলমত নির্বিশেষে এমন প্রার্থনা করা হচ্ছে। গত রাতে ৮৭ বছর বয়সী এই নেতাকে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এইমস) কার্ডিও নিউরো সায়েন্সেস টাওয়ারে (সিএনএস) ভর্তি করানো হয়। এ সময় তার জ¦র ও বুকে ব্যথা ছিল। পরে তার অফিসের একজন কর্মকর্তা বলেছেন, তিনি ভাল আছেন। তার জ¦র ছিল। এ ছাড়া কিছু ওষুধের পাশর্^প্রতিক্রিয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি পর্যবেক্ষণে আছেন।সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এ খবরে মনমোহন সিংয়ের সুস্থতা কামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি টুইটে লিখেছেন, ড. মনমোহন সিং জির অসুস্থতার খবরে গভীর উদ্বেগে আছি। আশা করছি তিনি দ্রুত পূর্ণাঙ্গ সুস্থ হয়ে উঠবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য সারা ভারত প্রার্থনা করছে। ওদিকে কর্নাটকে কংগ্রেস দলের প্রধান শিবকুমার টুইটে বলেছেন, সাবেক প্রধামন্ত্রী ড. মনমোহন সিংয়ের অসুস্থতার খবরে গভীর উদ্বেগে আছি। একশো কোটিরও বেশি ভারতীয়ের সঙ্গে আমিও তার দ্রুত আরোগ্য কামনা করছি। প্রার্থনা করছি তিনি সুস্থ হোন এবং দীর্ঘজীবি হোন। কংগ্রেসের আরেক সিনিয়র নেতা শশি ঠারুরও সাবেক এই প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেছেন। তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন। তবে স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে, ‘তাকে আইসিইউতে নিতে হয় নি। তিনি ভাল চিকিৎসকদের হাতে পড়েছেন। তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’ন্যাশনাল কংগ্রেসের সিনিয়র নেতা ওমর আবদুল্লাহ এক টুইটে বলেছেন, ড. মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ খবর শুনে কষ্ট লাগছে। আশা করছি তিনি দ্রুতই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাবেন। এই সঙ্কটের সময় তার খুব বেশি প্রয়োজন বিজ্ঞ কাউন্সেল এবং গাইডেন্স। টুইট করেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। তিনি লিখেছেন, ড. মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছি আমরা সবাই। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে দ্রুতই ঘরে ফিরবেন এবং অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবেন। একসঙ্গে আমরা এক জাতি হয়ে থাকবো। এনসিপি নেতা ও বড়মাটির এমপি সুপ্রিয়া সুলে টুইটে বলেছেন, সাবেক সম্মানীত প্রধানমন্ত্রী ড. মহমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করছি। স্যার দ্রুত সুস্থ হয়ে উঠুন।

Share.