বুধবার, ডিসেম্বর ২৫

মনোনয়ন দেয়া না দেয়াকে কেন্দ্র করে দুইভাগে বিভক্ত এখন জাতীয় পার্টি

0

ঢাকা অফিস: জাতীয় নির্বাচনে মনোনয়ন দেয়া না দেয়াকে কেন্দ্র করে স্পষ্ট দুইভাগে বিভক্ত এখন জাতীয় পার্টি। রওশনপন্থীদের কেউ মনোনয়ন না পাওয়ায় আবারও দলে ভাঙনের আশঙ্কাও করছেন কেউ কেউ। এদিকে, বেগম রওশন এরশাদের গুলশানের বাসায় দুপুরে বৈঠক করেছেন রওশনপন্থীরা। বৈঠকে অনুসারীরা মনোনয়ন না পেলে একা নির্বাচনে যাবেন না বলে সাফ জানিয়েছেন রওশন। বৈঠক শেষে জাপা নেতা গোলাম মসীহ জানান, কোনো বিভক্তি নিয়ে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি। সমাধান না হলে নির্বাচন করবেন না তিনি। অন্যদিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আজ চলছে চূড়ান্ত মনোনয়ন ফরম বিতরণ। এই ফরম নিয়ে পূরণ করে নিজ নিজ এলাকায় নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক জমা দেবেন তারা। এসময় দেখা যায়, মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের নিয়ে পার্টি অফিসে বিক্ষোভ করেছেন কিছু প্রার্থী। তাদের দাবি, টাকা দিয়ে মনোনয়ন বিক্রি করে যোগ্যদের বাদ দেয়া হয়েছে। তবে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের অভিযোগ ও রওশন এরশাদের বক্তব্যের বিষয়ে কথা বলতে দলের চেয়ারম্যান, মহাসচিব বা দলীয় শীর্ষ নেতাদের কাউকে কার্যালয়ে পাওয়া যায়নি।

Share.