মন্ত্রিপরিষদ সাবেক সচিব ড. সা’দত হুসাইন আর নেই

0

ঢাকা অফিস: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন আর নেই…..(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর (বিজনেস অ্যান্ড কমিউনিকেসন) ডা. শাগুফা আনোয়ার খবরটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগে ভুগছিলেন। ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

Share.