শুক্রবার, জানুয়ারী ২৪

মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি বিজয়ী দল রিপোর্টার্স ক্লাবের হাতে ট্রফি সহ ৭ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দল টুটুল-মেহেদি জুটির হাতে ট্রফি সহ ৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন। রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, কলাপাড়া থানার ওসি মো আলী আহম্মেদ, পৌরসভার প্যানেল মেয়র ও টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির প্রমূখ। আয়োজক কমিটি সূত্র জানায়, মন্ত্রীকাপ ১ম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় খেলায় রিপোর্টার্স ক্লাব টুটুল-মেহেদি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Share.