বুধবার, জানুয়ারী ২২

মমেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

0

ঢাকা অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে মারা যায় ৮ জন। তাদের মধ্যে ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনার ৪ জন, জামালপুরের ২ জন ও কিশোরগঞ্জের ১ জন রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৬৯ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম  জানান, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় আরও ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৬৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯২০ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন।

Share.