রবিবার, নভেম্বর ২৪

ময়মনসিংহ মেডিকেলে পুলিশের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষে আহত- ৮

0

বাংলাদেশ থেকে ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর চিকিৎসা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পুলিশের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতের এই ঘটনায় ৮ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। আহতদের মধ্যে ডা. শামীম রেজা ও ডা. সাদিককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর হামলার ঘটনায় ময়মনসিংহ মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম ও কনস্টেবল আরিফকে সামরিক বরখাস্ত সহ ক্যাম্পের পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে, হামলাকারীদের বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Share.