ঢাকা অফিস: মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিংস্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ মোঃ মাসুম মিয়া (২৫)নামের আরো একজন শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (ICU) চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়াল। বুধবার(০৬ ডিসেম্বর)রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র(আই সি ইউ) তে তার মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা,মোঃ তরিকুল ইসলাম জানান, মহাখালী আগুনের ঘটনায় মোঃ মাসুম মিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়। তার শরীরে ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল তার শ্বাসনালীতে দগ্ধ ছিল এই ঘটনায় চারজনে মৃত্যু হল,তিনজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে ও দুইজনকে (HDU) তে বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মোঃ সালাউদ্দিনের সন্তান।
মহাখালীর পেট্রোল পাম্পে আগুনের ঘটনা চারজনের মৃত্যু
0
Share.