মহাখালীর সাততলা বস্তিতে পুড়েছে অনেক ঘর

0

ঢাকা অফিস: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গতকাল সোমবার মধ্যরাতের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৫০ থেকে ৬০টি টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এই তথ্য জানিয়েছেন। জিল্লুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট অংশ নেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল মধ্যরাতের দিকে ঘটনাস্থলে পৌঁছায় একটি ইউনিট। পরে আরো ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে সরু পথ ও পানির উৎসের অপ্রতুলতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’ জিল্লুর রহমান আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় বাসিন্দাসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবী দলও আগুন নেভানোর কাজে অংশ নেয়।’ আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, ‘অনেকেই মামালাল নিয়ে বের হতে পারেনি। আগুন লাগার পর তারা মোটেই সময় পাননি। ফলে পুড়ে যাওয়া ঘরের অনেক সম্পদ নষ্ট হয়েছে। রাত হওয়াতে বেশি অসুবিধা হয়েছে তাদের। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত প্রতিবেদন না পেলে জানা যাবে না।’

Share.