বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
বাংলাদেশ থেকে নড়াইল জেলা প্রতিনিধি: মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলে ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।  খেলায় চ্যাম্পিয়ন হয়েছে-সোহাগ ফরাজির দল এবং রানার্সআপ হয়েছে তাজ ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার শেখ রাশেদ রানা, নড়াইল দলিল লেখক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ, আশিকুর রহমান, তুষার আহমেদ, সাংবাদিক আল আমিন, শাকিল আহমেদ, সোহাগ ফরাজি, এসএম শাহ পরাণ, ফরহাদ হোসেন ইমন, শাহরিয়ার রোহান রাজ, ঐশিক, আহমেদ মর্ম, ইমাম আহসান, এমডি নাসির, মোরশেদ নেওয়াজ প্রমুখ।
Share.