বাংলাদেশ থেকে মৌলভীবাজার প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজার দুদিন ব্যাপী এক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো ২১ শে ফেব্রুয়ারী সকাল ৭টায় প্রভাত ফেরি ,সকাল ৮ টায় পতাকা অর্ধনিমিত করণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ,সকাল ১০ টায় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ।২২ শে ফেব্রুয়ারী সকাল ৯টা-১২টা পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা, ১২টা-২টা পর্যন্ত ছিলো নারী ও পুরুষ অভিভাবকদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা, ২টা-৩টা পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান গাজী হুসনে আরা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডাইরেক্ট ও প্রিন্সিপাল দেওয়ান মশিউর রেজা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন সায়রা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন খুশবা খানাম, বিশেষ অতিথি হিসেবে ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন ফাইরুজ শাহানা চৌধুরী (পিয়া), বিশেষ অতিথি হিসেবে ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হন ফারিহা শাহানা চৌধুরী (প্রীতি) প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা নাহিদা আক্তার মিম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা ফাহিমা আক্তার, মিম আক্তার। আলোচনা শেষে পুরস্কার বিতরণের পূর্বে সভাপতি, অতিথি ও শিক্ষকদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন স্কুলের ছোট ছোট সোনা মনিরা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা ফাইজা ফাউন্ডেশন ইউকে’র ফাইজা শাহানা চৌধুরীকে ভার্চুয়ালি ফুলের তোড়া দিয়ে ফুলের শুভেচ্ছা জানান। পরে স্কুলের ছাত্র-ছাত্রী ও বিজয়ী অভিভাবকদের মাঝে পুরস্কার তোলে দেন অতিথি ও শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সঞ্জিত সেন মিথুন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ফাইজা ফাউন্ডেশন ইউকে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযত মর্যাদায় পালন করলো হার্ভার্ড ইন্টারন্যাশনাল স্কুল
0
Share.