ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ধ্বংসস্তূপে এখনো ২৫ জনের মতো আটকে রয়েছেন বলে জানা গেছে।মহারাষ্ট্রের ভিওয়ান্দি শহরে আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে ২০ জনকে উদ্ধার করেন স্থানীয়রা। এ ছাড়া ১১ জনকে উদ্ধার করেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বিষয়ক (এনডিএফআর) কর্মীরা। এনডিএফআর ছাড়াও ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।জানা গেছে, ওই ভবনটি ৪০ বছরের পুরোনো। বিধ্বস্ত হওয়ার সময় সেখানে ২০টি পরিবার ছিল।
মহারাষ্ট্রে ভবন ধসে ১০ জনের মৃত্যু, উদ্ধারকাজ চলছে
0
Share.