শুক্রবার, ডিসেম্বর ২৭

মহাসমাবেশে যোগ দিতে সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

0

ঢাকা অফিস: বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে ভোটাধিকারসহ গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলনে শামিল হওয়ার জন্য সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আগামীকাল (২৮ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে আজ এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির নামে সরকার তামাশা করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, একদিকে সরকারপ্রধান ব্রাসেলসে বলছেন, নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করছি; অন্যদিকে প্রতি রাতে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, সাজা দিচ্ছে। সুতরাং এটা তামাশা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব বলেন, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করে আসছি। আগামীকাল মহাসমাবেশের উদ্দেশ্য সরকারকে চাপ দেওয়া, যেন দাবি মেনে নিয়ে পদত্যাগের মাধ্যমে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। আগামীকালের মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান। এ সময় স্থায়ী কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

Share.