ঢাকা অফিস: বুয়েটের সহযোগিতায় ১৪৪টি ব্ল্যাক স্পটের মধ্যে ১২১টি এরই মধ্যে চিহিৃত করা হয়েছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রাধিকারভিত্তিতে তিন বছরব্যাপী ন্যাশনাল রোড সেফটি অ্যাকশন বাস্তবায়ন করছে সরকার। সড়কে দুর্ঘটনা সরকারের একমাত্র দুর্ভাবনা। তিনি আরও বলেন, আইনগত কাঠামো শক্তিশালী করতে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, নিরাপদ ও উন্নয়নবান্ধব সড়ক যোগাযোগ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।
মহাসড়কে ১৪৪ ব্ল্যাক স্পটের মধ্যে ১২১টি চিহ্ণিত: কাদের
0
Share.