বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার ধূলাস্বার ইউনিয়নের ধোলাই মার্কেট রবিবার রাতে একটি মাছ ধরার ট্রলারে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ ঘটে ট্রলারটির একাংশ বিধ্বস্ত হয়ে দুই জেলে আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জেলেদের রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলো হারুন পাহোলান নামের এজ জেলে। আর ট্রলারের ছাদে নামাজ পড়তে ছিল জেলে হাবিব। অন্য চার জেলে তীরে দাড়িয়ে কথা বলতেছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ ভেঙ্গে উড়ে যায়। ট্টলারের গ্যাস সিলিন্ডার টি অক্ষত থাকলেও কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা সঠিকভাবে জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণে দগ্ধ জেলে হারুন পহোলান ও আবুল সরদার কে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে অবস্থার অবনতি ঘটলে শঙ্কাজনক অবস্থায় হারুন পহোলান কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল পরে সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রেরণ করা হয়েছে। তার পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে । আহত আবুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধুলাস্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গ্যাস সিলিন্ডার অখ্যাত রয়েছে। সিলিন্ডারটি রয়েছে ট্রলারের পিছনের দিকে আর বিধ্বস্ত হয়েছে ট্রলারের সামনের দিক। যখন এটি বিস্ফোরিত হয় তখন পুরো এলাকা কম্পন ধরে যায়। তবে এটা আসলে কি বিস্ফোরিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত চলমান, পরবর্তী আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মহিপুরে মাছ ধরা ট্রলারে বিস্ফোরণ,দুই জেলে দগ্ধ
0
Share.