মা’ইন পুঁত’ছিল ৬ আর্মেনীয় সেনা, ধরে নিয়ে গেল আজার’বাইজান

0

ডেস্ক রিপোর্ট:  সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ছয় আর্মেনীয় সেনাকে আটক করেছে আজারবাইজান। বৃহস্পতিবার (২৭ মে) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। নাগরনো-কারাবাখ নিয়ে দুদেশের সীমান্ত সংঘর্ষের প্রায় এক বছর পর এ ধরনের একটি ঘটনা ঘটলো।এক বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পর্যবেক্ষণ ও নাশকতা চালানোর কাজে পারদর্শী একদল আর্মেনীয় সেনা ২৭ মে রাত ৩টার দিকে জুকহারি আইরিম বসতির খেলবাজার এলাকা দিয়ে আজারবাইজানের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে।ওই ছয় আর্মেনীয় সেনা আজারবাইজানের সেনাদের রসদ সরবারহ করার রাস্তায় মাইন পুঁতে রাখার চেষ্টা করছিল। সে সময়ই তাদেরতে হাতনাতে গ্রেফতার করা হয়।এ ছাড়া ট্যাঙ্কসহ বিভিন্ন সামরিক সরঞ্জামসহ আর্মেনীয় সেনাবাহিনীর বেশকিছু ইউনিটকে সীমান্ত এলাকায় সমবেত হতে দেখা যায়।মন্ত্রণালয় জানায়, নাশকতা সৃষ্টির এমন কারণেই আমরা তাদের আটকের পদক্ষেপ নিয়েছি। এতে তারা আর অগ্রসর হয়নি।এদিকে, আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী সীমান্ত এলাকায় কিছু ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করছিল। তখন আজারবাইজানি বাহিনী তাদের ‘ঘিরে ধরে এবং ছয় সেনা সদস্যকে ধরে নিয়ে যায়।’গতবছর নাগরনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্র বিরোধে জড়িয়ে পড়ে। ছয় সপ্তাহ ধরে চলে যুদ্ধ।আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত নাগরনো-কারাবাখ প্রায় এক দশক ধরে দখলে রেখেছিল আর্মেনিয়া। সে যুদ্ধে প্রায় ৬ হাজার মানুষ মারা যায়। পরে মস্কোর মধ্যস্থতায় এক সমঝোতা চুক্তির মাধ্যমে এ যুদ্ধের সমাপ্তি ঘটে।

Share.