মাইলফলকের ম্যাচে নায়ক মেসি

0

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নেমে দারুণ এক মাইলফলকের দেখা পেয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে খেলতে নেমে বার্সার জার্সিতে ৭০০তম ম্যাচ খেললেন আর্জেন্টাইন খুদে জাদুকর। বরুশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। মাইলফলকের ম্যাচে মেসি নিজে করেছেন একটি গোল, বাকি দুটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় আরনেস্টো ভালভারদের দলটি। বিরতির পর আরও একটি গোল করে কাতালানরা। বার্সার জার্সিতে গোল করেন লুইস সুয়ারেস, মেসি আর গ্রিজম্যান। জ্যাডন সাঞ্চোর গোলে হারের ব্যবধান কমায় বরুশিয়া। ম্যাচের সপ্তম মিনিটে দেম্বেলে-মেসির একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। দশম মিনিটে মেসিকে আবারও হতাশ করেন বরুশিয়ার গোলরক্ষক বুরকি। ২১ মিনিটে মেসির দারুণ এক অ্যাসিস্ট থেকে বরুশিয়ার জালে বল জড়ান সুয়ারেস। তবে, অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ২৮ মিনিটে দেম্বেলের পরিবর্তে মাঠে নামেন গ্রিজম্যান। ম্যাচের ২৯ মিনিটের মাথায় সুয়ারেসের গোলে লিড নেয় স্বাগতিক বার্সা। বলের যোগানদাতা ছিলেন মেসি। ৩১ মিনিটের মাথায় গোল পেতে পারতেন মেসি। ৩৩ মিনিটে ঠিকই গোল পেয়েছেন। সুয়ারেসের অ্যাসিস্ট থেকে বরুশিয়ার জালে বল জড়ান মেসি। ক্লাব ক্যারিয়ারে ৭০০তম ম্যাচ খেলতে নেমে মেসি গোল করলেন ৬১৩তম। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে মেসির ডিফেন্স চেঁড়া পাসে গোল করেন গ্রিজম্যান। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল বাড়িয়ে দেন মেসি, ফরাসি তারকা গ্রিজম্যান বরুশিয়ার গোলরক্ষককে ফাঁকি দিতে ভুল করেননি। চ্যাম্পিয়নস লিগে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলটি পেলেন গ্রিজম্যান। ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ৭৭ মিনিটে বরুশিয়ার একমাত্র গোলটি আসে সাঞ্চোর পা থেকে। বার্সার ডিফেন্সকে ফাঁকি দিয়ে জোরালো শটে বল জড়ান তিনি। ৮৭ মিনিটে এই স্ট্রাইকার আরও একটি গোলের জন্য শট নিয়েছিলেন। বার্সার গোলরক্ষক টার স্টেগেন হাতে বল লেগে গোলবারের বাধায় বল জালে ঢুকেনি। ফলে, ৩-১ গোলের পরাজয়ও এড়াতে পারেনি জার্মানির ক্লাবটি। অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের দুইয়ে উঠেছে ইন্টার মিলান। বার্সা ৫ ম্যাচে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দুইয়ে থাকা মিলানের সংগ্রহ ৭ পয়েন্ট, তিনে থাকা বরুশিয়ার পয়েন্টও ৭। আর চারে থেকে বিদায় নিতে চলা প্রাহার পয়েন্ট ২।

Share.