মাওয়ায় মাঝ পদ্মায় বালুর বাল্বহেডে অগ্নিকাণ্ড

0

ঢাকা অফিস:  মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার মাঝ পদ্মায় এমভি ফাতেহা শরীফ নামের বালু বহনকারী বাল্বহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে বাল্বহেডের তেলের টাঙ্কিতে এ আগুন লাগে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দল অপর একটি বাল্বহেডের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে ২০ হাজার টাকার জ্বালানী তেল ক্ষতি হয়।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরীয়তপুরের সুরেশ্বর থেকে খালি বাল্বহেড পদ্মা নদী হয়ে রাজবাড়ী জেলার দিকে যাওয়ার পথিমধ্যে মাওয়ার মাঝ পদ্মায় বাল্বহেডের নিজস্ব তেলের টাঙ্কি ছিদ্র হলে আগুন ধরে যায়। তেলের আগুন হওয়ায় পানির সাথে নির্দিষ্ট অনুপাতে ফোম মিশিয়ে বিশেষ ধরনের ব্রাঞ্চ পাইপ ব্যবহার করে নৌ-পুলিশের সহায়তায় আগুন নিভানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Share.