বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে

0

ঢাকা অফিস: তুচ্ছ ঘটনার জের ধরে মাকে গলা কেটে হত্যা করেছে ছেলে। অবশ্য তাকে মানসিক ভারসাম্যহীন দাবি করেছে পরিবার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার ওই মায়ের নাম মোছা. ছালেহা বেগম (৬০)। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। এ ঘটনায় ঘাতক ছেলে মো. মাসুদ রানাকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের বড় ছেলে মো. হাবিবুর রহমান জানান, ছালেহা বেগম তার ছোট ছেলে মাসুদ রানাকে নিয়ে একই ঘরে থাকতেন। সাত দিন আগে তার বড় মেয়ের ছেলে আব্দুল্লাহ নানা বাড়িতে বেড়াতে এসে একই ঘরে থাকা শুরু করে। এনিয়ে বুধবার বিকেলে ছালেহা বেগমের সঙ্গে ছোট ছেলে মাসুদ রানার ঝগড়া হলে আব্দুল্লাহ তাদের বাড়িতে চলে যায়। এর জের ধরে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে মাসুদ রানা তার মা ছালেহা বেগমকে গলা কেটে হত্যা করে। এ সময় প্রতিবেশীদের সহায়তায় পরিবারের সদস্যরা মাসুদ রানাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজেদুর রহমান জানান, থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share.