মাকে নিয়ে চিন্তিত সাইফ আলী খান

0

বিনোদন ডেস্ক: বলিউড তারকারা এখন সবাই বাসায়। ঘরে বসে নিজেদের সময় কাটানো বিভিন্ন ছবি পোস্ট করছেন অনেকে। এরমধ্যে বলিউড নবাব সাইফ আলী খান জানালেন মা শর্মিলা ঠাকুরকে নিয়ে চিন্তিত তিনি। শর্মিলা ঠাকুর তার দিল্লির বাড়িতে আছেন। ৭৫ বছর বয়সী মায়ের থেকে দূরে থাকায় তাকে নিয়ে চিন্তা করছেন সাইফ। সাইফের ভাষ্যমতে, শর্মিলা ঠাকুরের কথাবার্তার ধরনও নাকি বদলে গেছে। এক সাক্ষাত্কারে সাইফ জানিয়েছেন, তার সবসময়ের প্রাণবন্ত মা এখন হঠাত্ করেই জ্ঞানীর মতো কথা বলছেন। তিনি বলেছেন, জীবন উপভোগ করে নিয়েছেন, তার কোনো আফসোস নেই। এসব কথায় ভয় পাচ্ছেন সাইফ। এ ধরনের কথা শুনে সাইফ অভ্যস্ত নন।শর্মিলা ঠাকুরের সঙ্গে দিল্লিতে থাকেন সাইফের এক বোন সাবা। অন্য বোন সোহা মুম্বাইতেই থাকেন। সাইফ জানান, টেকনোলজির বদৌলতে সবার সঙ্গে ভিডিও কলে কথা হয়। তবে লকডাউনের এই সময়টায় ছেলের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন সাইফ।

Share.