মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে: আসিফ নজরুল

0

ঢাকা অফিস:মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত সময় বিচারের আওতায় আনবে সরকার। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এই ঘটনাটি।আজ রোববার (৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলা ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। এ ব্যাপারে গাফিলতি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ১৫ দিনের মধ্যে ধর্ষণের মামলার তদন্ত কাজ শেষ করতে হবে। তদন্ত পেতে দেরি হলে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট দিয়ে বিচার কাজ করতে হবে।তিনি বলেন, আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের অনেক কঠোর হতে হবে। আমরা আপনাদের ক্ষমাপ্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে। কিন্তু আমরা চেষ্টা করছি, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি—আরও কঠোর হবো, আরও সজাগ হবো, আরও কো-অর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করবো।

Share.