মাতৃত্ব নিয়ে কারিনার বই ‘প্রেগন্যান্সি বাইবেল’

0

বিনোদন ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আর গতকাল ছিল প্রথম সন্তান তৈমুরের চতুর্থ জন্মদিন। এমন দিনে অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, মাতৃত্ব নিয়ে বই লিখেছেন, নাম ‘প্রেগন্যান্সি বাইবেল’।  বিবৃতিতে কারিনা লিখেছেন, “আজকের দিনটি সঠিক আমার বইয়ের ঘোষণার জন্য। কারিনা কাপুর খানের বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ সব মায়ের জন্য। বইয়ে আমি সকালের অসুস্থতা থেকে শুরু করে ডায়েট, ফিটনেস এবং মা হতে যাওয়ার আগ পর্যন্ত সব বলব। আপনাদের পড়ানোর জন্য আমার তর সইছে না। জুগারনট বুকস ২০২১ সালে এটি প্রকাশ করবে।” এদিকে, জুগারনট বুকস বিবৃতিতে জানিয়েছে, কারিনা বইয়ে মাতৃত্বের লক্ষণ থেকে শুরু করে ডায়েট, ফিটনেসসহ সব বিষয়ে পরামর্শ দিয়েছেন।বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আগামী বছরের মার্চে কারিনা সন্তান প্রসব করবেন। কারিনা কাপুর বর্তমানে তাঁর রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এর তৃতীয় মৌসুমের শুটিং করছেন। শুটিং শেষ করেছেন আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’র।

Share.