মাতৃভাষা দিবসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একুশের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে মহান শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকা। রাত ১২ টা ০১ মিনিটে কুয়াকাটা পৌর সভার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিবুর রহমান এমপি। এসময় কুয়াকাটা, মহিপুর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বুধবার সকালে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সভায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজপলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা সহসভাপতি অধ্যক্ষ ড, শহিদুল ইসলাম বিশ্বাস, মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।আরো উপস্হিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ প্রেসক্লাবের সদস্যরা। সকালে উপজেলার সকল সরকারী, আধাসরকারী, সায়ত্বশাষিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হয়।

Share.