মাথার খুলি ও মগজ ছাড়াই জন্ম নিল শিশু

0

বাংলাদেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মাথার খুলি ও মগজ ছাড়া একটি কন্যাশিশু জন্মগ্রহণ করেছে। সোমবার (২৪ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুটির জন্ম হয়।জন্ম নেওয়া শিশুটি নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের তানজিনা-জসিম উদ্দিন দম্পতির সন্তান। জন্মের পর শিশুটি অসুস্থ হলেও তার মা তানজিনা বেগম সুস্থ আছেন।হাসপাতাল ও নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বিভিন্ন গাইনি চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন গৃহবধূ তানজিনা। তিনি যখন ৭ মাসের অন্তঃসত্ত্বা তখন গাইনি বিভাগের চিকিৎসক ডালিয়া আক্তার তাকে আল্ট্রাসনোগ্রাফি করে জানান, জন্ম নিতে যাওয়া অনাগত শিশুটি শারীরিকভাবে অসুস্থ হবেন এবং তার মাথার খুলি হবে না।সোমবার বিকেলে তানজিনার প্রসব বেদনা উঠলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গাইনি বিভাগে কোনো ধরনের অপারেশন ছাড়া শিশুটি জন্ম নেয়। জন্ম নেওয়া শিশুটির মাথার খুলি ও মগজ ছিল না। তবে শিশুটি জীবিত রয়েছে।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটি মাথা খুলি ও মগজ ছাড়া জন্ম নিয়েছে। এমন জন্ম নেওয়া শিশুদের চিকিৎনা বিজ্ঞানে এনেনসেফালি বলা হয়।তিনি আরও জানান, এই ধরনের জন্ম নেওয়া শিশুগুলো সচরাচর ২৪ ঘণ্টা থেকে ৪৮ ঘণ্টা বেঁচে থাকে। তাই শিশুটিকে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Share.