বুধবার, জানুয়ারী ১

মাদক ব্যাবসায়ী গ্রেফতার

0
বাংলাদেশ থেকে বোয়ালমারী উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কোরকদি গ্রামের মাদক ব্যাবসায়ী সাজ্জাদ শেখ (৪৫) কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।  মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী থানার এসআই তোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স এএসআই হামিদুল ইসলাম, এএসআই সালাউদ্দীন, কং ওমর ফারুককে নিয়ে অভিযান পরিচালনা করে সাজ্জাদ শেখকে ৮পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে। মধুখালী থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজ্জু করা হয়েছে; মামলা নং ৪ তারিখ ০৩.০৬.২০২০।
উল্লেখ্য, ইতিপূর্বের সাজ্জাদের বিরুদ্ধে কক্সবাজার জেলাসহ দেশে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, সাজ্জাদ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাকে ধরার জন্য মধুখালী থানা পুলিশ দীর্ঘদিন চেষ্টা করে আসছিল।  সে পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার  সাতৈর এলাকায় অবস্থানের কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে নিজ বাড়ী থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি জানান তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Share.