বুধবার, জানুয়ারী ২২

মাদক মামলায় নাসির-অমির বিরুদ্ধে অভিযোগপত্র

0

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মাদক আইনের মামলায় অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।শনিবার (১৪ আগস্ট) বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তবে তদন্তে মাদকের সঙ্গে এজাহারনামীয় তিন নারীর সম্পৃক্ততা না থাকায় তাদের মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘নাসির এবং অমির বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছি।আদালত পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ৮ আগস্ট মামলাটির তারিখ থাকলেও লকডাউনের কারণে চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়নি।’তবে তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন নারীকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করার বিষয়ে গুলশান গোয়েন্দা বিভাগের উপকমিশনার মশিউর রহমান রহমান জানান, ‘তাদের কেউ কর্মচারী ছিলেন, কাউকে ভরণপোষণ দিয়ে রাখা হয়। ফলে তারা সেখানে ছিলেন জবরদস্তিমূলক ভাবে। এ কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে।’বোট ক্লাবে অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি।  ১৫ জুন এই ঘটনায় নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা করেন। এরই সূত্র ধরে বোট ক্লাবের বিনোদন সম্পাদক ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ পাঁচ জনকে উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে তিনজন নারীও ছিলেন।সে সময় ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের কথাও জানানো হয়। পরে বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার। এই মামলায় নাসির ও অমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।এই দুই মামলাতেই জামিন পেয়েছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী বিনোদন ও সংস্কৃতি সম্পাদক নাসির উদ্দিন। তবে মানবপাচার ও পাসপোর্ট আইনের মামলায় জামিন না হওয়ায় অমি এখনও কারাগারে রয়েছেন।

Share.