বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা মজিবর মাদবর ওরফে মজিবর বানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদারীপুর ক্যাম্পের একটি দল। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জ থানার কদমতলী এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে মাদারীপুর ও কেরানীগঞ্জ র্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। তবে বিষয়টি সোমবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের মাদারীপুর ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন। গ্রেপ্তারকৃত মজিবর মাদবর শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার টুনচর সরদার কান্দি এলাকার নুরুল বানিয়ার ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারীপুর র্যাব-৮ ও কেরানীগঞ্জ র্যাব-১০ এর যৌথ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জের ইবনে-সিনা হাসপাতাল সামনে থেকে দুর্ধর্ষ ডাকাত সরদার, ভূমিদস্যু ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আওয়ামী ক্যাডারকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে বাড্ডা ও বংশাল থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও জাজিরা ও মাদারীপুর থানায় কমপক্ষে ২০টি হত্যা চেষ্টা, গুম ও চুরি ডাকাতিসহ সংখ্যালঘুদের উপর হামলার মামলায় রয়েছে। মাদারীপুর র্যাবের কোম্পানি মীর মনির হোসেন জানান, আসামির বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা হয়েছে। তাকে র্যাব গ্রেপ্তার করেছে। পরে তাকে জাজিরা থানায় প্রেরণ করা হয়েছে।
মাদারীপুরে আওয়ামী লীগ নেতা হত্যাসহ একাধিক মামলার আসামি মজিবর মাদবর গ্রেপ্তার
0
Share.