বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে ইতালি প্রবাসীর স্ত্রীর মুখ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের ইতালি প্রবাসী শাহালম ফকিরের স্ত্রী আকলিমা আক্তার একমাত্র ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করতেন। শুক্রবার সকালে সাদিয়া ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পায়। মাকে অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙায় পাশের বাড়ির লোকদের ডেকে আনে। পাড়া প্রতিবেশীরা এসে আকলিমার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ওসি মো. আনোয়ার হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। আকলিমার মুখ কালো কাপড় দিয়ে বাধা ও বিবস্ত্র ছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর প্রেরণ করা হয়েছে। শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাসরোধে হত্যা করা হয়েছে আকলিমাকে। তদন্ত ও অভিযান চলছে।
মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা!
0
Share.