ঢাকা অফিস: মাদারীপুরের শিবচর উপজেলায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার বাবরখানা গ্রামের আনোয়ার তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৬৫) ও নিহত খাদিজার ভাই একই উপজেলার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান।শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আহমেদ মজুমদার জানান, আজ দুপুরের দিকে বরিশাল থেকে খাদিজা বেগম নামের এক রোগীকে নিয়ে পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ে হয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি জেলার শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক প্রান্ত থেকে ছিটকে অপর প্রান্তের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম ও তাঁর ভাইয়ের ছেলে মেহেদী হাসান নিহত হন। আহত হয় আরো চারজন।খবর পেয়ে পাঁচ্চর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় শেফালী বেগম (৪৫), সোহাগ (৩০), পলাশ (২৫) ও অ্যাম্বুলেন্সচালক আবুল বাশারকে (৪০) উদ্ধার করে। এরপর তাঁদের পাঁচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে, নিহত ২
0
Share.