বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে দাদার সাথে বাজার করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়িতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বছরের নাতি হাফসা আক্তার নিহত ও দাদাসহ দুইজন আহত হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট তেলের পাম্পের সামনে এ দুঘটনা ঘটে। নিহত হাফসা আক্তার একই উপজেলার ঘোষালকান্দি গ্রামের হাফিজুল ফকিরের মেয়ে। আহত দাদা হালিম ফকির (৬০) ও ভ্যান চালক এসকেন শেখকে (৫০) মুমুর্ষ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট তেলের পাম্পের সামনে যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি মোড় ঘোরার সময় পিছন থেকে আসা ঢাকাগামী বিএমএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে হাফসা আক্তার ৯৩) মারা যায় এবং দাদা হালিম ফকির ও ভ্যান চালক এসকেন শেখ আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ টি,এইচ,এম রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা ঘাতক বাসটি আটক করেছি।”
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নাতি নিহত: দাদাসহ আহত ২
0
Share.