বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষ ভাংচুরের অভিযোগ উঠেছে কিছু ছাত্র নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার বেলা ১২টার দিকে কলেজে এ ঘটনা ঘটে। উত্তেজনা বিরাজ করায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ছাত্রনেতাদের দাবী, শিক্ষকদের কাছে পাওনা টাকার জেরে সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার ঘটিয়েছে। এর সাথে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত নয়। প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুর সরকারি কলেজ থেকে একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধিদের বাণী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর সাথে রাজনৈতিক নেতাদের বাণী যোগ করতে বলে কলেজের কিছু ছাত্র নেতা। বিষয়টি অস্বীকৃতি জানালে তারা¡ অধ্যক্ষ প্রফেসর জামান মিয়ার কক্ষ ঘেরাও করে। পরে অধ্যক্ষের কক্ষও ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জামান মিয়া জানান, “স্মরণিকা বের করাকে কেন্দ্র করে সংক্ষুব্ধ ছাত্র নেতাকর্মী ও বহিরাগত লোকজন হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ব্যাপারে কলেজ কমিটি ও শিক্ষকদের পরামর্শে আইনগত ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।” মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “অধ্যক্ষের কক্ষ ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”